• বুধবার , ১৭ এপ্রিল ২০২৪

ডু অর ডাই ম্যাচে টাইগারদের এখন ভরসা বোলিং?


প্রকাশিত: ১০:৩৬ পিএম, ৫ জুন ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার :  ডু অর ডাই ম্যাচে এখন ভরসা বোলিং? চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের icc-chaimpion trofi-www.jatirkhantha.com.bdকাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে মাত্র ১৮২ রানে অলআউট হয়ে গেছে মাশরাফিবাহিনী।

সোমবার লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্যর উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ষষ্ঠ ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। সৌম্যর বিদায়ের পর তামিম ইকবালের সঙ্গে যোগ দেন ইমরুল কায়েস। তবে ক্রিজে থিতু হওয়ার আগে ইমরুলও বিদায় নিলে চাপে পড়ে যায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ব্যর্থ হয়ে ফিরে গেলে সেই চাপ আরো বৃদ্ধি পায়। সাকিব আল হাসানকে নিয়ে সেই চাপ অনেকটাই কাটিয়ে চেষ্টা করেন তামিম।

icc-chaimpion trofi-www.jatirkhantha.com.bd.1 কিন্তু ২৯ রানের মাত্র  এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরায় বড় সংগ্রহের আশা ছেড়ে দিতে হয় টাইগারদের। এরপর সাব্বির, মাহমুদউল্লাহকে নিয়ে নতুন করে শুরু করেন তামিম। কিন্তু তারাও খুব দ্রুত সাজঘরে ফেরেন। ফলে উইকেটে অনেকটা একা লড়তে থাকেন তামিম। এরপর মিরাজকে নিয়ে লড়াই শুরুর আগেই নিজেই ব্যক্তিগত শতরান থেকে মাত্র ৫ রান দূরে থেকে স্টার্ক বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম। এরপর শুধুই যাওয়া-আসা।

টাইগারদের বাঁচা-মরার লড়াই-

icc-chaimpion trofi-www.jatirkhantha.com.bd.2লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। জিততে পারলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকবে দল; অন্যদিকে হেরে গেলেই বিদায়ের পথে- এমনটি জেনেই মাঠে নেমেছে টাইগার ও অজিরা। দুই দলের মধ্যবার ডু অর ডাই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়েছে। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙা টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস।

ইংল্যান্ড ম্যাচে উপেক্ষিত থাকার পর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। বোলিং শক্তি বাড়াতে মিরাজকে একাদশে নেয়া হয়েছে। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন। ইমরুল কায়েস তিন নম্বর নম্বর পজিশন ধরে রেখেছেন। অস্ট্রেলিয়ার একাদশেও একটি পরিবর্তন এসেছে। পেসার জন হ্যাস্টিংসকে বসিয়ে স্পিনার অ্যাডাম জাম্পাকে মাঠে নামিয়েছে অজিরা।

দুই দলের মধ্যকার মুখোমুখি সাক্ষাতে যোজন-যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। ২০ বারের সাক্ষাতে অস্ট্রেলিয়া ১৮ বার জয় পায়। বাংলাদেশের এক জয়ের বিপরীতে অপর ম্যাচটি পরিত্যক্ত হয়। ২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র জয়টি পায় বাংলাদেশ।বড় লক্ষ্য দিতে পারলো না টাইগাররা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ ২০০২ সালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রায় দেড় দশক আগের লড়াইয়ে বাংলাদেশকে ১২৯ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় পায় অজিরা। দুই দলের মধ্যকার সর্বশেষ ওয়ানডে ম্যাচটি ফলাফল ছাড়াই শেষ হয়। ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩০০ প্লাস রান করেও জিততে পারেনি বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হারতে বৃষ্টির কল্যাণে বেঁচে যায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, ময়েসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজলউড।