• বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪

জুমার নামাজে জঙ্গি হামলা মিশরে


প্রকাশিত: ৮:৪৬ পিএম, ২৪ নভেম্বর ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৮৪ বার

মিশর থেকে ইউ এইচ খান  :  মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে একটি মসজিদে বোমা ও বন্দুক হামলার ঘটনায় ??????????????????????????????????????????কমপক্ষে ১৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ১২০ জন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার আল রাওদাহ মসজিদে জঙ্গিরা প্রথমে বোমার বিস্ফোরণ ঘটায় পরে তারা বন্দুক হামলা চালায়।  নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

সিনাইয়ের আরিশ শহরের পশ্চিমে বির আল-আবেদে ওই মসজিদে হামলার পরপরই স্থানীয়দের সহায়তায় হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।একটি খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সমর্থকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে মিশরের এক্সট্রা নিউজ টেলিভিশন জানিয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি। সিনাইয়ে মিশরীয় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার কয়েক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটলো।তবে কে এই হামলা চালিয়েছে সেটি এখনো জানা যায়নি।

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে ২০১৩ সালের মাঝামাঝি রক্তক্ষয়ী এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই মূলত দেশটিতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে ওঠে।

তবে জঙ্গিরা সাধারণত মিশরের উত্তরাঞ্চলীয় সিনাইয়ে বেশির ভাগ হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু রাজধানী কায়রোসহ অন্যান্য এলাকায়ও বিক্ষিপ্তভাবে হামলা ঘটনা ঘটাচ্ছে জঙ্গিরা। অধিকাংশ হামলার পরই সেগুলোর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল ইসলামিক স্টেট।