• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

জঙ্গিদের জামিনে কঠোর হতে হবে-আইনমন্ত্রী


প্রকাশিত: ১:৩২ পিএম, ১০ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

কোর্ট রিপোর্টার  :  জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলে 1জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।এ সময় তিনি জঙ্গিদের জামিনের বিষয়ে সব দিক বিবেচনায় নিতে বিচারকদের প্রতি আহ্বান জানান।

রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী জাজদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী এ আহ্বান জানান।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জঙ্গিবাদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই। প্রচলিত আইনেই এই জঙ্গিদের বিচার সম্ভব।’আনিসুল হক বলেন, ‘বিভিন্ন সময়ে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়া হচ্ছে।’

এক সপ্তাহের ব্যবধানে গুলশান ও শোলাকিয়ায় দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে জঙ্গিরা জামিনে বের হয়ে এসে ফের একই কাজে জড়িয়ে পড়ছে।আইনমন্ত্রী জঙ্গিদের জামিনের বিষয়ে বিচারপতিদের কঠোর হওয়ার আহ্বান জানান। বলেন, ‘জঙ্গিদের জামিনের ক্ষেত্রে সব কিছু বিবেচনা করতে হবে।’

বেসরকারি বিশ্বাবদ্যালয়গুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা অপরাধ করছে তাদের বিষয়ে দেখা হচ্ছে। এখনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় আসেনি।