• বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল- ভারতের পক্ষে সাফাই গাঙ্গুলীর


প্রকাশিত: ৩:৩১ পিএম, ৩০ মে ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

স্পোর্টস রিপোর্টার :  চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে এবারও ভারতের পক্ষে সাফাই গাইলেন গাঙ্গুলী।যদিও sourav-ganguly-and-virat-kohli.www.jatirkhantha.com.bdচ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আরও ২ দিন বাকি। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ এবং ১৫ জুন। কিন্তু তার আগেই সেমিফাইনালিস্টদের নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

তার মতে, সেমিফাইনালে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বর্তমান দলটি নিয়ে আশাবাদী গাঙ্গুলী। তিনি বিশ্বাস করেন এবারও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয় করবে ভারত। এ জন্য ভারতকে সর্বোচ্চ পর্যায়ের সেরা খেলাটি প্রদর্শন করতে হবে।

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের পরই মর্যাদাকর আসর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আট দলকে নিয়েই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।

sourav-ganguly-and-virat-kohli.www.jatirkhantha.com.bd.1সেরা ৮ দলের মধ্যে থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল লাইন-আপের ভবিষ্যদ্বাণী করেছেন গাঙ্গুলী। কেন দলগুলো সেমিতে খেলবে সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘টুর্নামেন্ট শুরুর আগেই বলতে হচ্ছে, এবারের আসরে সেরা দলগুলোই চ্যাম্পিয়নস খেলছে। সবগুলো দলই বেশ শক্তিশালী।

তবে আমার মতে সেমিফাইনাল খেলার পথে বেশ এগিয়ে রয়েছে- ভারত, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারত খুবই ভালো খেলছে। এবার ভারসাম্যপূর্ণ দল নিয়েই ইংল্যান্ডে এসেছে। কোহলি-ধোনি-যুবরাজের অভিজ্ঞতা ভারতের জন্য দারুণ সহায়ক হবে। ‘তিনি আরও বলেন, ‘গত এক বছরে ইয়োইন মরগানের নেতৃত্বে ইংল্যান্ড দলটির অনেক উন্নতি হয়েছে।

ওয়ানডে ফরম্যাটে দারুণ সব পারফরমেন্স করে চলেছে তারা।দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জয় করলো। সবচেয়ে বড় কথা তারা এবারও স্বাগতিক। দল হিসেবে ওয়ানডেতে ভালো করছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কন্ডিশনের কারনে সেমির দৌড়ে বেশ এগিয়ে তারা। ‘

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী গাঙ্গুলী। শিরোপা ধরে রাখার জন্য ভারতকে সেরাটা খেলতে হবে বলে জানান তিনি, ‘কোহলির নেতৃত্বে আমরা অন্য এক ভারতকে দেখব। টেস্টে ভারতের চেহারাই পাল্টে দিয়েছেন কোহলি।

এবার ওয়ানডের পালা। তার নেতত্বে ওয়ানডে ফরম্যাটে এখনো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি ভারত। চ্যাম্পিয়নস ট্রফির বড় আসরেই নিজেদের সেরাটা দিতে হবে টিম ইন্ডিয়াকে। এই দল নিয়ে আমি বেশ আশাবাদী, ভারত এবারও চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুণ্ন রাখবে। ‘

দুই অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা-হার্দিক পান্ডে ও বোলারদের জন্য এবার চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ এগিয়ে ভারত বলে জানান গাঙ্গুলী, ‘ভারতের ব্যাটিং লাইন-আপ বিশ্বসেরা। এতে কোন সন্দেহ নেই। কিন্তু বোলিং নিয়ে চিন্তা সবসময়ই তাদের করতে হয়েছে। তবে এবার ভারত বোলিং ও অলরাউন্ডার কোটায় বেশ এগিয়ে। জাদেজা-পান্ডে অল-রাউন্ডার হিসেবে দলকে সেরাটা দিতে সক্ষম হবে।

জাদেজা ব্যাট হাতে দারুণ করছে। তাদের সাথে আছে রবিচন্দ্রন অশ্বিনও। দীর্ঘদিন পর আবারো সতেজ হয়ে আবারো ক্রিকেটে ফিরছে অশ্বিন। তাই আমি মনে করি, ভারত ৫ বোলার নিয়েই খেলবে। জাদেজা-অশ্বিনের সাথে তিনজন পেসার থাকলেই ভালো। ‘

৪ জুন বার্মিংহামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে ভারত। এ ম্যাচে ভারতই এগিয়ে বলে জানালেন গাঙ্গুলী, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চাপ-উত্তেজনা। দুদলই সেটা জানে। তবে সব ম্যাচেই চাপ থাকবে।

আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো খেলে ভারত। গত ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচে কোহলির সেঞ্চুরিতে জিতেছিল টিম ইন্ডিয়া। এবারও শক্তি বিচারে বেশ এগিয়ে ভারত। আশা করছি দুর্দান্তভাবেই টুর্নামেন্ট শুরু করবে কোহলির দল।