• শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

চালকহীন প্যাসেঞ্জার ড্রোন উড়বে আকাশে


প্রকাশিত: ২:৩৪ পিএম, ৩ অক্টোবর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

ডেস্ক রিপোর্টার :  এবার প্রথমবারের মতো উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। সম্প্রতি দুবাইয়ে এই প্যাসেঞ্জার ড্রোনটি দুইজন যাত্রী dron-www.jatirkhantha.com.bdনিয়ে আকাশে উড়াল দেয়।ভলোকপ্টার নামের এই উড়ন্ত ট্যাক্সিটি আপাতত চালকবিহীন প্রযুক্তিতেই চলছে। জার্মানির তৈরি এই যানটি একবার চার্জ দিতে দুই ঘণ্টা সময় লাগে। একবারে সর্বোচ্চ ৩০ মিনিট আকাশে থাকতে সক্ষম ভলোকপ্টার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল।
আগামী বছর বাণিজ্যিকভাবে বাজারে আসতে পারে ভলোকপ্টার। তবে এর মূল্য এখনও জানা যায়নি।