• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

গুলিস্তাানে ছিনতাইকারী চক্র বেপরোয়া-ছুরিকাঘাতে দোকান কর্মচারির মৃত্যু


প্রকাশিত: ১১:৫০ এএম, ১৫ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২০৬ বার

স্টাফ রিপোর্টার  :   গুলিস্তাানে সংঘবদ্ধ ছিনতাইকারীদের যেন রাম রাজত্ব চালাচ্ছে । প্রায় 1প্রতিদিনই এখানে ছিনতাই হলেও পুলিশ এই অপরাধি চক্রকে ধরতে ব্যর্থ হচ্ছে।আজ শুক্রবার  এই চক্রের হাতে খুন হলেন এক দোকান কর্মচারি।

প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানান, রাজধানীর বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাহিদ হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাহিদ হোসেন নবাবপুরের গুপিমোহন বশাক লেনের মৃত মুহম্মদ আলীর ছেলে।

সাহিদের ছোট ভাই ওয়াহিদ হোসেন জানান, উত্তরায় একটি কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করতেন সাহিদ হোসেন। সকালে রিকশায় ওই দোকানে যাওয়ার সময় দুইজন ছিনতাইকারী সাহিদের পেটে ছুরিকাঘাত করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিনে প্রত্যক্ষধশীরা জানান,  দেখা গুলিস্তানের প্রায় শতাধিক স্পটে ছিনতাই হয়।এই চক্রটি একসঙ্গে বেশ কয়েকজন অপারেশনে  নামে।এরা চলন্ত রিকসার ব্রেকে হাত ঢুকিয়ে কৌশলগতভাবে ব্যথা পাওয়ার অজুহাত দেখিয়ে রিকসা থামায়। এরপর চক্রের লোকজন রিকসা ঘিরে ধরে ।এক পর্যায়ে অস্ত্র উচিয়ে যা আছে দিয়ে দিতে বলে। এনিয়ে জোরাজুরির ঘটনা ঘটলে রক্তারক্তি হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনর্চাজ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।