• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

গলা ফাটিয়ে শুভেচ্ছাবার্তা-‘চলো বাংলাদেশ’


প্রকাশিত: ৯:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

chalo bangldesh-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা: শুক্রবার বিকেল। ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। বেশির ভাগই বয়সে তরুণ। দেশের ক্রিকেটের প্রতি এই তরুণদের ভালোবাসা কতটা তীব্র, সেটি বোঝা গেল তাঁদের ‘চলো বাংলাদেশ’ চিৎকারে। এতই জোরে তাঁরা চিৎকার করছিলেন, যেন গলা ফাটিয়েই শুভেচ্ছাবার্তা পৌঁছে দেবেন অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে।

কেবল ঢাকাই নয়, ফাগুনের প্রথম দিনে আজ শুক্রবার দেশের সব কটি জেলাতেই একযোগে অনুষ্ঠিত হয় ‘চলো বাংলাদেশ’। ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে গ্রামীণফোন ও প্রথম আলো এই অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকার অনুষ্ঠান শুরু হয় বেলা তিনটায়। তবে অনুষ্ঠান শুরুর অনেক আগেই

দর্শকদের বিশাল লাইন ছাড়িয়ে যায় স্টেডিয়ামের চারপাশে। ব্যান্ডদল শূন্য গানে দর্শক মাতিয়ে অনুষ্ঠান শুরু করে। একই সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনাসহ বিভিন্ন স্থানের অনুষ্ঠানের চিত্র দেখানো হচ্ছিল বড় পর্দায়।
বেলা সাড়ে চারটায় দেশের গান নিয়ে একে একে মঞ্চে আসেন সৈয়দ আব্দুল হাদী, আবিদা সুলতানা, পার্থ বড়ুয়া ও আইয়ুব বাচ্চু। তাঁদের গানে লাল-সবুজ পতাকা হাতে মঞ্চে নৃত্য পরিবেশিত হয়। আইয়ুব বাচ্চু এ সময় বলেন, ‘আমরা সারা বাংলাদেশ টাইগারদের দিকে তাকিয়ে আছি। তাঁদের শুভেচ্ছা জানাতেই আজকের অনুষ্ঠান’।

গানের পর একে একে মঞ্চে আসেন সেই সব তারকা যাঁরা পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন। এঁদের মধ্যে ছিলেন ১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও গিনেস বিশ্ব রেকর্ডের মালিক জোবেরা রহমান লিনু, দুবার এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত, জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন, ফুটবলার বিপ্লব ভট্টাচার্য, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শ্যুটার আসিফ হোসেন খান ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তাঁরাও বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান।

এরপর মঞ্চে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকারা, যাঁদের হাত ধরে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। এঁদের মধ্যে ছিলেন ফারুক আহমেদ, আতহার আলী খান, আকরাম খান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ ও জাভেদ ওমর।
এরপর মঞ্চে আসেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ, এনামুল হকের বাবা জামির মিয়া, নাসির হোসেনের বাবা গোলাম হোসেন, তামিম ইকবালের মা নুসরাত ইকবাল খান, তাসকিনের বাবা আবদুর রশিদ ও মা সাবিনা ইয়াসমিন। এ সময় স্টেডিয়ামের সব দর্শক তাঁদের দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং গ্রামীণফোনের প্রধান করপোরেট কমিউনিকেশন কর্মকর্তা মাহমুদুল হাসান।
এ সময় মুশফিকের বাবা মাহবুব হামিদ বলেন, ‘আপনারা সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের জন্য দোয়া করবেন। ’ এরপর তিনিও দর্শকদের সঙ্গে চিৎকার করে বলেন, ‘চলো বাংলাদেশ’।

অনুষ্ঠানের এর পরের পর্বে ছিল চলো বাংলাদেশ গানটি। শিল্পীদের সঙ্গে পুরো স্টেডিয়াম একসঙ্গে গেয়ে ওঠে ‘চলো বাংলাদেশ। চলো বিশ্ব উঠোনে। চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে’। অনুষ্ঠানের শেষ পর্বে গান পরিবেশন করে ব্যান্ডদল নেমেসিস।
পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ১৩ টি বেসরকারি টেলিভিশন চ্যানেল: চ্যানেল আই, এনটিভি, মাছরাঙা, বাংলা ভিশন, বৈশাখী টিভি, চ্যানেল নাইন, এশিয়ান টিভি, মাই টিভি, ইটিভি, আরটিভি, এটিএন নিউজ, যমুনা টিভি ও জিটিভি।