• শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

খালেদা জিয়া আইনের ঊর্ধ্বে নয়-ইনু


প্রকাশিত: ৬:১৬ পিএম, ২৮ জানুয়ারী ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৭ বার

কুষ্ঠিয়া প্রতিনিধি :  জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আদালতের কার্যক্রম বন্ধ রাখা এবং অপরাধীকে হালাল করার Enu-www.jatirkhantha.com.bdদরকষাকষির হাতিয়ার নির্বাচন নয়। বেগম খালেদা জিয়া কিংবা তারেক কাউকে আইনের ঊর্ধ্বে রাখার সুযোগ নেই।রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরন ও অভিভাবক সমাবেশে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‘খালেদা জিয়ার মামলার রায় গায়েবী নির্দেশনার মাধ্যমে সিদ্ধান্ত আসলে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে’ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে ইনু বলেন, দল দেখে বা মুখ দেখে আদালত পরিচালনার দিন শেষ হয়েছে। বেগম খালেদা জিয়ার মামলা বিগত দশ বছর ধরে চলছে। সুতরাং এখানে গায়েবী নির্দেশনা দেয়ার কোনো জায়গা নেই।

খালেদা জিয়াকে হুঁশিয়ারী দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখনো বিচারহীনতার সংস্কৃতি ত্যাগ করেনি। নির্বাচনের অজুহাতে অপরাধীকে রক্ষা ও হালাল করার কু-রাজনীতি এখনো চর্চা করছে। এটা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। সুতরাং আগুন নিয়ে খেলবেন না, আগুন নিজেও জ্বলে আবার জ্বালায়।এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।