• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

খালেদার রায়ে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা


প্রকাশিত: ১:৫৪ পিএম, ৩০ জানুয়ারী ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

dmp
স্টাফ রিপোর্টার : আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।মঙ্গলবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যোনে বই মেলার প্রাঙ্গন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এ রায়কে কেন্দ্র করে ২০১৪ সালের ও ১৫ সালের পুনরাবৃত্তি ঘটানো যাবে না।প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে।