• বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪

খালেদার প্রতি সিইসি’র দরদ


প্রকাশিত: ১:০৯ পিএম, ৯ জানুয়ারী ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

cec-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার :  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাইলে ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে উত্তর সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে  কেএম নুরুল হুদা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটির নির্বাচনে আবুল কাশেমকে ও ঢাকা দক্ষিণ সিটিতে রকিব উদ্দিন ম-লকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।