• শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

কাল বিএনপির বিক্ষোভ শনিবার প্রতিবাদ কর্মসূচি


প্রকাশিত: ৪:৫০ পিএম, ৮ ফেব্রুয়ারি ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৫ বার

স্টাফ রিপোর্টার :  শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি করবে। সরকার যেন এ বিক্ষোভে কর্মসূচি না দেয়। Bnp-1-www.jatirkhantha.com.bd00000শনিবার অনুষ্ঠিত হবে প্রতিবাদ কর্মসূচি। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জিয়া অরফানেজ ট্রাষ্টের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কর্মসূচি দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে। তিনি বলেন, অন্যায় ভাবে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। আমরা শান্তি চাই, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি চাই। আজ ঢাকা থেকে এক হাজার নেতাকর্মী আটক করা হয়েছে।

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়া হয়েছে। অপর আসামি খালেদার জিয়ার ছেলে তারেক রহমানসহ বাকিদের দেয়া হয়েছে ১০ বছরের সাজা। একইসঙ্গে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ রায় দেন। মোট ৬৩২ পৃষ্ঠার রায়ের বিশেষ অংশ পাঠ করেন বিচারক। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া ও আরও দুই আসামি।