• বুধবার , ২৪ এপ্রিল ২০২৪

এবার মালিন্দো এয়ারের যাত্রীর পেটে মিলেছে আধা কেজি সোনা


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১১ আগস্ট ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

বিশেষ প্রতিনিধি :  সোনা চোরাচালানীরা ফের বেপরোয়া হয়ে উঠছে। এবার মালিন্দো এয়ারের যাত্রীর পেট থেকে মিলেছে আধা কেজি nnসোনা। হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পেট থেকে ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। মালয়েশিয়া থেকে আসা মালিন্দো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নং OD162) তারা ঢাকায় আসেন। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন,  ‘গোপন সংবাদ  থাকায় বৃহস্পতিবারি দিনগত রাত সাড়ে ১২টায় আসা ওই ফ্লাইটের সন্দেহজনক যাত্রীদের ওপর নজর রাখা হয়।’

তিনি জানান, এই দুই যাত্রী হলেন মালয়েশিয়া থেকে আসা যাত্রী ফজর আলীর বাড়ি ঢাকা জেলার দোহারে এবং অপর যাত্রী মো. কামাল হোসেন এর বাড়ি-বুড়িচং কুমিল্লায়। তাদের ব্যাগেজ স্ক্যানের পর বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে প্রাথমিকভাবে শরীর তল্লাশি করা হয়। কোনও স্বর্ণ না পাওয়ায় পরবর্তীতে বিমান বন্দরে ব্যবহৃত অর্চওয়েতে নিয়ে শরীর থেকে মেটাল জাতীয় পদার্থ অপসারণ করে হাঁটানো হয়।

পরে সেখানে হাই ফ্রিকোয়েন্সিতে মেটাল জাতীয় পদার্থ থাকার সিগনাল পাওয়া যায়। দুই যাত্রীই তখন তাদের পায়ুপথে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে যাত্রী দুজনকে বিমান বন্দরের টয়লেটে নিয়ে গিয়ে তাদের কাছে থাকা তিনটি করে মোট ছয় পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা বারগুলোর মোট ওজন ৬০০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এ বিষয়ে আইনানূগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।