• বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

একুশে আগস্ট গ্রেনেড হামলা-সাবেক ডিজিএফআই কর্মকর্তাকে জেরা


প্রকাশিত: ৭:১৯ পিএম, ২৮ মে ১৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

 

আদালত প্রতিবেদক:| মে ২৮, ২০১৪:
২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলামকে (বরখাস্ত) দুই আসামিপক্ষে জেরা শেষ হয়েছে৷  মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ তাঁকে জেরা করা হয়৷
আদালত আগামী ৩ জুন বাকি আসামিদের পক্ষে জেরার দিন ধার্য করেছেন৷ বিচারক শাহেদ নূর উদ্দিন এই তারিখ ধার্য করেন।
গত ২০ মে সৈয়দ মনিরুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন৷ গতকাল আসামি মাওলানা আবদুস সালাম ও শরিফ শাহরিয়ার ওরফে বিপুলের পক্ষে জেরা শেষ হয়৷ পরে আদালত পরবর্তী জেরার তারিখ ধার্য করেন৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন প্রধান সরকারি কেঁৗসলি সৈয়দ রেজাউর রহমান৷ তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন৷
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতা-কর্মী-সমর্থক নিহত হন৷ তখনকার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন৷
এ মামলায় বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়৷ তাঁদের মধ্যে ১৯ জন পলাতক আছেন৷ কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়৷