• মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪

উপজেলা নির্বাচনে ৩৯২ ম্যাজিস্ট্রেট


প্রকাশিত: ১:৪১ পিএম, ২ ফেব্রুয়ারি ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৬৫ বার

ঢাকা : আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাচনে ৩৯২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার।

আজ রোববার নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় চারজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দেয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ৪০টি জেলার ৯৮টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৮ জানুয়ারি নির্বাচন কমিশন প্রতিটিতে চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহণের পরের দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া ভোট গ্রহণের দুইদিন আগে ১৭ ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহণের পর দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটিতে তিন জন করে দায়িত্ব পালন করবেন।