• বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪

উখিয়ায় বন্যহাতির থাবায় চার রোহিঙ্গা


প্রকাশিত: ৪:০৮ পিএম, ১৪ অক্টোবর ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

উখিয়া প্রতিনিধি :  কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে।উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় banno hati-www.jatirkhantha.com.bdকিসলু জানান, শনিবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী ও তিন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক কিসলু বলেন, ‌‘সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে বন্য হাতি এই হামলা চালায়। লাশগুলো ওই শিবিরেই রয়েছে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা।