• শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়


প্রকাশিত: ১:১৯ পিএম, ৮ জানুয়ারী ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

Winter-dinajpur-www.jatirkhantha.com.bd-1পঞ্চগড় তেকে রুবেল হোসেন :  ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায় । পঞ্চগড়ের তেতুলিয়ায় পুরো ডিসেম্বরে যেখানে শীতের ছিটেফোঁটা ছিল না সেখানে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।আজ সোমবার সকালে  তেতুলিয়ায় এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এর মধ্য দিয়ে অর্ধশতাব্দীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জাতিরকন্ঠকে জানান, ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের তথ্য আমরা পেয়েছি। এটা ১৯৬৮ সালের পর সর্বনিম্ন তাপমাত্রা।