• শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

আবারো টহলে র‌্যাব


প্রকাশিত: ৯:৫৫ পিএম, ২ জুলাই ১৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭২ বার

বাদশা খন্দকার: ঢাকা:
রাজধানীসহ সারাদেশে ফের নিয়মিত তল্লাশি ও টহলে নেমেছে র্টহলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত Rabকরেছেন।

র‌্যাব জানিয়েছে, রমজান মাস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার থেকে তল্লাশি ও টহল শুরু হয়েছে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের এবং পরদিন আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে সাত খুনের ঘটনায় র‌্যাব-১১-এর তিন কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার প্রেক্ষিতে তাদের অবসরে পাঠানোর পর গ্রেফতার করা হয়।

এরপর র‌্যাবের কার্যক্রম নিয়ে আলোচনার ঝড় ওঠে। এ ঘটনার পর র‌্যাবের টহলসহ দৃশ্যমান তৎপরতা অনেকটাই কমে আসে।

গত ২৬ মে র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান  বলেন, কর্মপরিধিতে যেটুকু দায়িত্ব নির্ধারিত রয়েছে, র্যাব সেটুকুই পালন করবে। নিয়মিত টহল, তল্লাশিসহ অন্যান্য অতিরিক্ত দায়িত্ব পালন করবেন না তারা। প্রতিষ্ঠার পর থেকেই র্যাব নির্দিষ্ট সাতটি দায়িত্ব পালন করবে বলে নির্ধারিত ছিল।