• বুধবার , ২৪ এপ্রিল ২০২৪

‘আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে’


প্রকাশিত: ১১:৫১ পিএম, ২২ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩২ বার

স্টাফ রিপোর্টার :  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন 11প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ না নিলে তারা রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।’

রবিবার বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ নির্বাচন কমিশন গঠনে যে উদ্যোগ নিবে ১৪ দল তা মেনে নিবে।

মন্ত্রী বলেন, ‘জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সফলতা অর্জন করেছে তা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেশে ও বিদেশে সমাদৃত হয়েছে। নির্বাচন ছাড়া অন্য কোনো পথে সরকারের পরিবর্তন হবে না। ২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়া অংশ না নিলে শেষ বারের মতো ভুল করবেন। ২০০৫ সালে নির্বাচনে তিনি অংশ না নিয়ে ভুল পথে পা দিয়েছিলেন, ট্রেন মিস করেছিলেন। এবার তিনি নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে দেশবাসী সন্ত্রাস, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের নেত্রী খালেদা জিয়াকে বর্জন করবে। দেশে অনেক নেতা আছে যারা শীতার্ত মানুষের খবর নেয় না। তারা বিবৃতি দেয়, ভাষন দেয় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছে। এ কারণে আমরা সারা দেশ ঘুড়ে বেড়াচ্ছি।’

তিনি বলেন, ‘এক সময় কুড়িগ্রামসহ উত্তরাঞ্জলের মঙ্গা ছিল, এখন নেই। সারা দেশে সরকার সুষম উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রীর শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ সর্ব ক্ষেত্রে সর্বকালের রেকর্ড ভঙ্গ করা উন্নয়ন হয়েছে। এক সময় বাংলাদেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না। এখন সারা দেশ আলোকিত। কোথাও অন্ধকার নেই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অপরাধীদের ক্ষমা করেন না। তিনি হজ নিয়ে কটূক্তি করা মন্ত্রীকে বাদ দিয়েছিলেন এবং এমপিকে কারাগারে পাঠিয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছায়াদৎ হোসেন বকুলের সভাপতিত্বে এবং পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাসদ (আম্বিয়া) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, জাসদ (ইনু) কেন্দ্রীয় যুগ্ন সস্পাদক রোকনুজ্জামান রোকন, গণতান্ত্রীক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন,  ন্যাপ কেন্দ্রীয় সম্পাদক নজরুল মজিদ বেলা, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ছফিয়া খানম প্রমুখ বক্তব্য রাখেন।