• শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪

আইজিকে র‌্যাংক পরিয়ে হাসিনার কড়া নির্দেশনা-


প্রকাশিত: ৯:৫৯ পিএম, ৩১ জানুয়ারী ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

hasina-Javed-www.jatirkhantha.com.bd

বিশেষ প্রতিনিধি :  আইজিকে র‌্যাংক পড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দায়িত্ব গ্রহণের শুরুতেই দিলেন কড়া নির্দেশনা-। তিনি বললেন- পুলিশের ওপর বিএনপিকর্মীদের হামলা ন্যাক্কার-জনক। এ ধরনের ঘটনা ভবিষ্যতে সহ্য করা হবে না বলে’ও হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বুধবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর তিনি বলেন, গতকালও একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ রকম জঘন্য ঘটনা আমরা দেখিনি। এ ধরনের জঘন্য ঘটনা আমরা কোনো দিন সহ্য করব না।

আগের দিন হাই কোর্টের সামনে পুলিশ ভ্যানে হামলা চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে বিএনপি কর্মীরা।  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে পুলিশের ওপর ওই হামলার ঘটনা ঘটে। সে সময় সাবেক ছাত্রদল নেতা বর্তমান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরসহ দুই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বলেও কর্মকর্তারা জানিয়েছেন। বিকালে ওই ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নতুন আইজিপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-মাদক, জঙ্গিবাদ নির্মূল, সবকিছুই চলবে-সেটাই আমরা চাচ্ছি। দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাক- সেটাই আমরা চাচ্ছি। উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।এক্ষেত্রে দেশবাসীরও সহযোগিতা কামনা করেন সরকার প্রধান।

বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আাইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।