• শনিবার , ২০ এপ্রিল ২০২৪

‘অস্থায়ী শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান চালালে ব্যবস্থা’


প্রকাশিত: ৩:২১ পিএম, ১৩ আগস্ট ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

স্টাফ রিপোর্টার  :  যারা সরকারকে শিক্ষকের চাহিদা না দিয়ে অস্থায়ী শিক্ষকদের দিয়ে কার্যক্রম চালাবেন সেসব 2প্রতিষ্ঠানের বিরুদ্দে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনশেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য, দক্ষ ও মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বদ্ধপরিকর।

চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্য থেকে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও সমপর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্যপদে ১৫ হাজার শিক্ষকের চাহিদা পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। দেশের আটটি বিভাগীয় শহরের ৯৯টি স্থানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।